Featured post

বাংলা ও বাঙালি কোন পথে !

                                                         ‌‌আমরা বাঙালিরা এখন একটা সংকটকালের মধ্য দিয়ে চলেছি। এখানে বাঙালি বলতে...

Wednesday, 6 January 2021

MY PATH HAS GONE TO YOU


MY PATH HAS GONE TO YOU
Posted onSeptember 18 by Sushil Rudra

The greatest friend of truth is Time, her greatest enemy is Prejudice, and her constant companion is Humility.” – C C Colton

YOURS AND MY PATH


We think that ours journey towards life are straight, And trouble – free , Not a single stuff and clumsiness might not hinder us from our Fest . But Is it true ? Never you face any deep forest of clouds in your path? Or a dreadful night! Life is a playing field where we play a short term game , May be you have succeeded by your skilled performance, Which I couldn’t , but trying utmost in this short span of life, having lost or gain, no shy . If you start your journey towards light , have to cross so many red and black seas , forests and peaks of the mountains , Even long long desert – may be it , “Gobi Sahara” , you have to cross a long way to achieve the immortal vibrant light of God . Is it play or Lila ? We ought to not what it is ? But each and everyone must play on in Winter or in the dark rainy night with”Him” , Never become wearied and exhausted in this race , As it’s your life’s play .

I have put you in my heart with gourding and fencing, None can reach there except my beloved , No one can able to snatch you from my deep and sensational eyes And heart as I see you in my inner eye like a torch light , When I finished my all fight through the path of dreadful night.

You have gifted me all your love and light , day and night I never miss you as you and me are one . You are my unknown world, silent night , the star of the night and the Sun of the day , you are my melodies and hymn . I used to draw your picture since time immemorial , you walk through my path in sorrows and Joy , I am wrapped in you , so never fall from the Sky.

আমার এ পথ গেছে বেঁকে তোমার পানে

ক্ষুদ্র এ জীবন , অনিশ্চিত যাত্রা পথ হেসে খেলে ভালবেসে ভরে নাও প্রাণ , হার জিতে হয়ো না বিবশ । গভীর অরণ্য মাঝে শ্বাপদ – সঙ্কুল পথে দিতে হবে পাড়ি, অদম্য শক্তি ও লক্ষ্য পথে অবিচল থেকে যাত্রা কর মুক্তির স্বর্গ – মায়াময় অমরাবতী । শুরু হবে সে খেলা তোমাতে আমাতে , বরষার দিন কিম্বা রৌদ্র-স্নাত শুচি শুভ্র অলস বেলাতে। চোখ মেলে চাও আকাশের পানে , রঙ তুলি দিয়ে কি আঁকো মনেতে ! জীবন যুদ্ধে হয়ো না বিবশ। দিতে হবে পাড়ি ওই দূরে দেখ অমরাবতী ।

আমি তোমার হৃদয় তুলিয়া নিয়েছি আপন করে, দিবস রজনী প্রাণপনে বাঁধি তোমার হৃদয় আমার হৃদয়ে ,নীরবে কাটায় রাতের আঁধারে , বাঁধভাঙা আলো বারবার সাধি , তুমি তোমার হৃদয় তুলিয়া দিয়েছ উজাড় করে । রাত্রি ভোরে।

তুমিই আমার অজানা পৃথিবী নীরব রাতি , রাতের তারা দিনের রবি , বহুকাল ধরে এঁকেছি আমি তোমার ছবি , নয়ন রেখে আমার পানে – পথ হেঁটে যাও গন্ধে ও গানে , চিরকাল তুমি মোর বুকে রবে ও দরদি সাথি ।।

এখানেই আছে স্বর্গ নরক – নহে নহে বহুদূর , ঘুমে জাগরণে অথবা স্বপনে হেসে খেলে যাও পিছে নাহি চাও , দুখে আর সুখে জীবনে মরণে , পাখি হয়ে ওড়ো আকাশে বাতাসে, জোর করে লও প্রাণ মন ভরে হৃদয় সুখ , বাজাও বাঁশরি নিশীথ রাত্রি সময় হয়েছে আলোর যাত্রী – ওই শোনা যায় রিমঝিম সুরে পায়ের নূপুর ।।

Rabindranath Tagore in Depression Swami Vivekananda and Narada Sutra Swami Vivekananda as a Poet Swami Vivekananda's Raj Yoga The Gospel of Swami Vivekananda The Inspired Talks: Gospel of Swami Vivekananda What Swamiji wanted to do for his country
Post navigation
সময়ের বুকে ভেসে বেড়ায়
SWAMI VIVEKANANDA : THE WORLD TEACHER
Leave a Reply
Logged in as Sushil Rudra. Log out?

Comment

 Notify me of new comments via email.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Bengal Bangalee India Indian

Rudra’s blogs
Blog at WordPress.com.

No comments:

Post a Comment