শিউলি ফুলের সুবাস জড়িয়ে তুমি 

এখন শরৎ । – শিশিরের শব্দের মত শিউলি ফুলের সুবাস জড়িয়ে ধরে রাখে আমাকে সেই ফেলে আসা দিনের মতো আষ্টেপৃষ্টে । আমার ছেলেবেলার ফেলে আসা দিনগুলো প্রতি মূহুর্তের সঙ্গী হয়ে ছায়ার মতো ঘিরে ধরে আমাকে , আমি যেদিকে যাই , সেও চলে আমার পাশে পাশে , আমি নীরব হলে সেও নীরব হয়ে থাকে , অপেক্ষা করে আমার চারপাশে । নীরবে , নিঃশব্দে দেশি-বিদেশি ফুলের সৌরভ নিয়ে ভরিয়ে দিতে চায় , আমিও ভেসে ভেসে পৌঁছে যায় অবগাহন করার সুখ শান্তির আশায়।তারা আসে বাতাসে ছড়িয়ে দিয়ে ভোরের সৌরভ , শিউলির সুবাস , আগমনীর রঙ ও রাংতার সুন্দর আবেশ নিয়ে , – সব রোগ ভোগ দুঃখ কষ্ট মহামারী কে দূরে নিক্ষেপ করে সপাটে , খেদিয়ে দেয় সাত সমুদ্রের তীরে , ওপারে । মায়ের আগমনে ধরিত্রী হয়ে ওঠে সুন্দর। মধুময় । নব নব সংগীতে ভরে ওঠে প্রাণ । রুপোলি চাঁদের আলোয় গোটা আকাশ কখন যে জায়গা জুড়ে বসে আমার হৃদয় মাঝে আমারই মনের অগোচরে , আমি বুঝতেই পারি না, এই শারদ সকালে এক ঝুড়ি সুবাস জড়িয়ে তার পরশে অনুভব করি আমার শৈশবের ফেলে আসা দিনগুলোকে ।

এখনো আমি আমার শৈশবে ফিরে যাই , আর ফিরে গিয়ে অনুভব করি এখনও যেন কাশফুলের কোমল পুচ্ছ গুলো হাওয়ায় দুলে ওঠে , মৃন্ময়ী মা আগের মতোই চিন্ময়ী হয়ে ওঠে , বাতাসে ভেসে আসে আগমনীর সুর সেই আগের মতই , ঢাকের বাজনাও সেই আগের মতই রোমাঞ্চকর মনে হয় । সব দুঃখ প্রশমিত হয় এক মূহুর্তে , আমার অগোচরে পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায় , সব ঝড় যায় থেমে মা গৌরী এলে ।

One comment

  1. shobhna · October 24

    Thank you for the beautiful imagery

    Liked by you

Leave a Reply

Logged in as Sushil RudraLog out?

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.